ACCOUNTING লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ACCOUNTING লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

উভয় জের সংশোধনী পদ্ধতি HSC Accounting


(উভয় জের সংশোধনী পদ্ধতি)
নিম্নলিখিত তথ্যাবলি ২০১১ সালের ৩১শে ডিসেম্বর তারিখে নাজিফা এন্ড কোং এর হিসাব বই হতে নেয়া হয়েছেঃ
(১) ০১১ সালের ৩১শে ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ২৬,৩০০ টাকা, কিন্ত ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৪৭,৮০০ টাকা।
(২) পাওনাদারদিগকে মোট ১৫,৫০০ টাকার ৫টি চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু তন্মধ্যে মাত্র ১০,০০০ টাকার তিনখানি চেক ২০১১ সালের ৩১শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে।
(৩) আদায়ের জন্য ইতোপূর্বে ব্যাংকে জমাকৃত ৪,০০০ টাকার একখানি চেক ২৫শে ডিসেম্বর, ২০১১ তারিখে প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু উহা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি।
(৪) দেনাদারদের নিকট হতে প্রাপ্ত মোট ২৫,০০০ টাকার তিনখানি চেক এবং ৬,০০০ টাকার দুখানি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু ৩১শে ডিসেম্বর ২০১১ তারিখের মধ্যে উহা আদায় হয়নি।
(৫) ২,৫০০ টাকার একখানি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা বাদ পড়েছে।
(৬) একজন দেনাদারের নিকট হতে ৬,০০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(৭) ব্যাংক কর্তৃক ৫০০ টাকা ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করা হয়েছে কিন্তু তা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
ক) ব্যাংক কর্তৃক পরিশোধিত টাকার পরিমাণ নির্ণয় কর।
খ) উপরিউক্ত তথ্যাবলি হতে উভয় জের সশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।।
গ) আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও।


উভয় জের সংশোধনী পদ্ধতি HSC Accounting


(উভয় জের সংশোধনী পদ্ধতি)
হায়দার এন্ড কোং এর ২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নলিখিত তথ্যাবলি দেয়া হলঃ
১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত ৮,৫৭২ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত্ত ৫,৫১২ টাকা ।
২) ১,২৫০ ও ২,০০০ টাকার দুইখানা ইস্যুকৃত চেক ২০১১ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত পরিশোধের জন্য উপস্থাপন করা হয়নি।
(৩) ১,১৫০ টাকার একখানি চেক ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্ত তা ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত আদায় হয়নি।
(৪) ব্যাংক কমিশন বাবদ চার্জ করেছে ৩০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়ানি
(৫) ব্যাংক ২৫ টাকা সুদ মঞ্জুর করেছে যা নগদান বইতে এখনও অন্তর্ভুক্ত হয়নি।
(৬) ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ ৯৫ টাকা এখনও নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৭) ব্যাংক কর্তৃক প্রদত্ত ৫,২৫০ টাকা গৃহ নির্মাণ ঋণের কিস্তি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৮) ২০১১ সালের ২০ ডিসেম্বর ২,৮০০ টাকার চেক জমা দেয়া হয়েছে যা ২৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।
(৯) ২০১১ সালের ২৪ ডিসেম্বর চেক ইস্যু করা হয়েছে ৫,০০০ টাকার যা ২৮ ডিসেম্বর ব্যাংক কর্তক পরিশোধিত হয়েছে।
ক) ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না এমন দফার টাকার সমষ্টি নির্ণয় কর।
খ) শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের সমষ্টি নির্ণয় কর।।
গ) উপরিউক্ত তথ্য হতে উভয় জের সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি HSC Accounting


( একক জের পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি )
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে এস ট্রেডার্সের নগদান বই এবং ব্যাংক বিবরণী গরমিলের কারনগুলি নিম্নরূপঃ
i) নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমান ৩১-১২-২০১৪) ৯০,০০০ টাকা।
ii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ১০,০০০ টাকা এখনো আদায় হয়নি।
iii)  ব্যাংক কতৃক লভ্যাংশ আদায় ১০,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
iv) বিনিয়োগের সূদ সরাসরি ব্যাংক হিসাবে জমা দেয়া হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। (১.৭.১৪ তারিখে বিনিয়োগকৃত ১২% হারে ১,০০,০০০ টাকা)।
v) ব্যাংক জমাতিরিক্তের সূদ ৬,০০০ টাকা ধার্য করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
vi) ১৬,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি।
vii) প্রদেয় হিসাবের ৭,০০০ টাকা ব্যাংক কক্তৃক সরাসরি পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি।   
ক) ব্যাংক কতৃক ক্রেডিট মেমোরেন্ডামে লিখিত টাকার পরিমান নির্ণয় কর।
খ) নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন গুলির জাবেদা লিখ।
গ) ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য।

প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি HSC Accounting


( প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি )
নিম্নলিখিত তথ্যাবলি জনাব আকরামের হিসাব বই হতে নেয়া হয়েছেঃ
১। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৯০,০০০ টাকা।
২। ব্যাংকে ৪,৫০০ টাকা জমা দেয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ভূলে তা ডেবিট করা হয়েছে।
৩। ১,০০০ টাকার ১টি চেক পাওনাদারকে ইস্যু করা হয়েছিল যা নগদান বইতে লেখা হয়নি।
৪। ব্যাংক বিনিয়োগের সূদ বাবদ ২,৫০০ টাকা আদায় করে ক্রেডিট করেছে যা নগদান বইতে লেখা হয়নি।
৫। চেক ইস্যু করা হয়েছে ৮০০ টাকা কিন্তু নগদান বইতে লেখা হয়েছে ৮,০০০ টাকা।
৬। আদায়ের জন্য জমাকৃত ৮,০০০ টাকার চেক ভূলে নগদান বইতে ৮০০ টাকা লেখা হয়েছে।
৭। ব্যাংক কতৃক আদায়কৃত লভ্যাংশ ৫,০০০ টাকা যা নগদান বইতে যথা সময়ে লেখা হয়েছে।
৮। ব্যাংক কতৃক দেনাদারের কাছ থেকে আদায় ৭,০০০ টাকা যা নগদান বইতে যথাসময়ে দেখানো হয়েছে।
ক) ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না এরূপ লেনদেনের টাকার পরিমান নির্ণয় কর।
খ) উপরিউক্ত তথ্যাবলি হতে ব্যাংক সমন্বয় বিবরনী তৈরি কর।
গ) দফা ৩, ৪, ৫ ও ৬ এর জাবেদা দেখাও।

প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি HSC Accounting


( প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি )
নিম্নলিখিত তথ্যাবলি ২০১১ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে মিঃ কিবরিয়ার হিসাব বই হতে নেয়া হয়েছেঃ
১। ব্যাংক বিবরনী মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমান ( ৩১-১২-২০১১ ) ৩৪,২০০ টাকা।
২। পাওনাদার উত্তমকে ৩,০০০ টাকা ব্যাংক কতৃক সরাসরি পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত করা হয়নি।
৩। ব্যাংক জমাতিরিক্তের সূদ ৫০০ টাকা ধার্য করা হয়েছে কিন্তু নগদান বইতে দেখানো হয়নি।
৪। আদায়ের জন্য ৪,০০০ টাকা এবং ৩,৫০০ টাকার দুইখানি চেক জমা দেয়া হয়েছিল কিন্তু ৩,৫০০ টাকার চেকখানি প্রত্যাখ্যাত হয়েছে যা নগদানভূক্ত হয়নি।
৫। ব্যাংক বিনিয়োগের সূদ ১,৫০০ টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়ানি।
৬। ১৫,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছিল কিন্তু তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি।
৭। ব্যাংক কতৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
ক) উপরোক্ত তথ্যাবলির দফা ৭ এর লেনদেনটি আমানতকারীর হিসাব বইতে জাবেদা দেখাও।
খ) ব্যাংক কতৃক জমাকৃত এবং আমানতকারীর পক্ষে পরিশোধিত টাকার পরিমান নির্ণয় কর।
গ) উপরোক্ত তথ্যাবলির ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরনী তৈরি কর।

প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি HSC Accounting


( প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি )
২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখে রাজা এন্ড সন্স এর নগদ বইতে ২৫,৫০০ টাকা ব্যাংক উদ্বৃত্ত দেখা গেল; কিন্তু ওই একই তারিখে ব্যাংক বিবরনীতে উদ্বৃত্ত নগদান বইয়ের উক্ত উদ্বৃত্তের সমপরিমান হলো না। এতদ উদ্দেশ্যে যথারীতি নিরীক্ষা করার পর নিম্নলিখিত গরমিল ধরা পড়লঃ
১) দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট ১০,৫০০ টাকার পাচখানি চেক এবং ৭,০০০ টাকার দুইখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে; কিন্তু ইহা ২০১২ সালের জানুয়ারি মাসে আদায় হয়েছে। 
২) পাওনাদারদের বরাবর মোট ১২,৫০০ টাকার ছয়খানি চেক ইস্যু করা হয়েছে; কিন্তু তন্মধ্যে মাত্র ১০,৫০০ টাকার চারখানি চেক ২০১১ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধিত হয়েছে। 
৩) ৩,৫০০ টাকার একখানি প্রাপ্য বিল ২৪ ডিসেম্বর তারিখে ৩,৪০০ টাকায় বাট্টা করা হয়েছে; কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদান বইতে এন্ট্রি করা হয়েছে।
৪। ৩,০০০ টাকার একখানি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে; কিন্তু ইহা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি।
৫। একজন দেনাদারের নিকট হতে ৪,০০০ টাকা ব্যাংক কতৃক সরাসরি আদায় হয়েছে; কিন্তু ইহা ২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
৬) ২,৫০০ টাকার একখানি প্রদেয় বিল ব্যাংক কতৃক সরাসরি পরিশোধিত হয়েছে; কিন্তু ইহা ২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
ক) ইস্যুকৃত চেকের মাধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়নি এরূপ চেকের টাকার পরিমান নির্ণয় কর।
খ) ব্যাংক কতৃক আদায়কৃত এবং ব্যাংক কতৃক পরিশোধিত টাকার পরিমান নির্ণয় কর।
গ) উপরিউক্ত তথ্যাবলি অবলম্বনে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

অনাদায়ী পাওনা হিসাবে হিসাব - HSC Accounting


মেসার্স রাফি ব্রাদার্স এর রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলঃ
মেসার্স রাফি ব্রাদার্স
রেওয়ামিল (আংশিক), ৩১ ডিসেম্বর ২০১৪
ক্রমিক নং
হিসাবের শিরোনাম
খঃ পৃঃ
ডেবিট টাকা
ক্রেডিট টাকা
১।
২।
৩।
বিবিধ দেনাদার
অনাদায়ী পাওনা
অনাদায়ী পাওনা সঞ্চিতি

৯৪,০০০
৪,৫০০


৪,৭৫০
বিবিধ দেনাদারের ৪,০০০ টাকা অনাদায়ী পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। অবশিষ্ট দেনাদারের ৫% অদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে।
ক) ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
খ) অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা দাও।।
গ) অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত কর।

প্রাপ্য হিসাব সংক্রান্ত - HSC Accounting


( প্রাপ্য হিসাব সংক্রান্ত )
হাদী ট্রেডার্সের নিম্নলিখিত তথ্যাবলি প্রদত্ত হলঃ
২০১৪
জুন    সাত্তার এণ্ড কোং এর নিকট বিক্রয় ৬০,০০০ টাকা শর্ত ২/১০, নিট ৩০।
জুন    জালাল এণ্ড কোং এর নিকট বিক্রয় ৪০,০০০ টাকা শর্ত ৩/১০, নিট ৩০।
জুন    সাত্তার এণ্ড কোং হতে ৫,০০০ টাকার পন্য ফেরত আসল।
জুন  ১০  সাত্তার এণ্ড কোং এর কাছ থেকে পাওনা আদায় হল।
জুন  ১৬ জালাল এণ্ড কোং এর নিকট হতে পাওনা আদায় হল।
ক) প্রদত্ত বাট্টার পরিমান নির্ণয় কর।
খ) হাদী ট্রেডার্সের বইতে জাবেদা দাখিলা দেখাও।
গ) চলমান জের ছকে প্রাপ্য হিসাব প্রস্তুত কর।

প্রাপ্য হিসাব-অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত - HSA Accounting


( প্রাপ্য হিসাব-অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত )
কাব্য এণ্ড সন্স এর হিসাব বই থেকে নিম্নবর্ণিত তথ্যাবলি প্রদত্ত হলঃ
২০১৩
জানুয়ারি  ১ অনাদায়ী পাওনা সঞ্চিতি ২,৪০০ টাকা।
ডিসেম্বর  ৩১ হিসাবভূক্ত অনাদায়ী পাওনা ১,০০০ টাকা। প্রাপ্য হিসাব ৩৪,০০০ টাকা। অলিখিত অনাদায়ী পাওনা ৬০০ টাকা।
প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।
ক) বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমান নির্ণয় কর। (অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করার পর )
খ) বিশদ আয় বিবরণীতে চার্জযোগ্য অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়পূর্বক জাবেদা দাখিলা দাও।
গ) চলমান জের ছকে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত কর।

প্রাপ্য নোটের হিসাবরক্ষন Accounting for notes receivable


প্রাপ্য নোটের হিসাবরক্ষন
Accounting for notes receivable
প্রাপ্য নোট হিসাবভূক্ত করতে যে সমস্ত দাখিলার প্রয়োজন হয় তা নিম্নে প্রদত্ত হলঃ
১) যখন দেনাদারের কাছ থেকে প্রাপ্য নোট পাওয়া যায়ঃ
        প্রাপ্য নোট/প্রাপ্য বিলের হিসাব    ডেবিট                    *
                    প্রাপ্য হিসাব             ক্রেডিট                 *
২)মেয়াদপূর্তিকালে সূদসহ নোটের টাকা পাওয়া গেলেঃ
ক) যদি হিসাবকালের মধ্যে নোটের মেয়াদপূর্তিতে টাকা পাওয়া যায়ঃ
            নগদ হিসাব              ডেবিট                    *
প্রাপ্য নোট হিসাব                      ক্রেডিট                         *
সূদ আয় হিসাব                       ক্রেডিট                         *
খ) যদি এক হিসাবকালে নোট তৈরি হয় এবং অন্য হিসাবকালে নোটের মেয়াদ পূর্তি হয়ঃ
          i)হিসাবকাল শেষে প্রাপ্য সূদ হিসাবভূক্ত করার জন্য-
            প্রাপ্য সূদ হিসাব               ডেবিট                *
              সূদ আয় হিসাব              ক্রেডিট               *
          ii)মেয়াদ শেষে সূদসহ নোটের টাকা আদায় হলেঃ
             নগদ হিসাব                 ডেবিট             *
              প্রাপ্য নোট হিসাব                 ক্রেডিট               *
              প্রাপ্য সূদ হিসাব                  ক্রেডিট               *
              সূদ আয় হিসাব                  ক্রেডিট               *
৩) প্রাপ্য নোট ব্যাংক হতে বাট্টা করা হলে-
       ব্যাংক হিসাব                  ডেবিট             *
       সূদ খরচ বাট্টা হিসাব           ডেবিট              *
         প্রাপ্য নোট হিসাব                     ক্রেডিট                *
৪) প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হলে-
      প্রাপ্য হিসাব           ডেবিট                   *
        প্রাপ্য নোট হিসাব          ক্রেডিট                          *
৫) বাট্টাকৃত নোট প্রত্যাখ্যাত হলে-
            প্রাপ্য হিসাব           ডেবিট               *
               ব্যাংক হিসাব                  ক্রেডিট                 *
৬) প্রাপ্য নোট নবায়নের জন্য-
   ক)পূর্বের নোট বাতিল করা হলে –
       প্রাপ্য হিসাব           ডেবিট                     *
         প্রাপ্য নোট হিসাব           ক্রেডিট                          *
খ) সূদসহ নতুন নোট পাওয়া গেলঃ
       প্রাপ্য নোট হিসাব           ডেবিট                  *
           প্রাপ্য হিসাব              ক্রেডিট                        *
           সূদ আয় হিসাব           ক্রেডিট                        *
গ) মেয়াদ শেষে যখন নবায়নকৃত প্রাপ্য নোটের টাকা পাওয়া যায়ঃ
      নগদ হিসাব     ক্রেডিট                             *
            প্রাপ্য নোট হিসাব ক্রেডিট                                *

প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা সমূহ Journal entries relating accounts receivable, bad debts and allowance for bad debts


প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা সমূহ Journal entries relating accounts receivable, bad debts and allowance for bad debts.
প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদা দাখিলা
১। যখন ধারে পণ্য বা সেবা বিক্রয় করা হয়ঃ
প্রাপ্য হিসাব                    ডেবিট              *
         বিক্রয়/সেবা আয় হিসাব             ক্রেডিট          *
২। যখন ধারে বিক্রীত পণ্য ফেরত পাওয়া যায়ঃ
বিক্র্য ফেরত হিসাব          ডেবিট                   *
         প্রাপ্য হিসাব                ক্রেডিট                *
৩। যখন পাওনা টাকা আদায় হয়ঃ
               নগদ হিসাব           ক্রেডিট        *
অথবা,
    যদি বাট্টা মেয়াদের মধ্য আদায় হয়ঃ
      নগদ হিসাব          ডেবিট                   *
       বিক্রয় বাট্টা         ডেবিট                   *
               প্রাপ্য হিসাব       ক্রেডিট                     *
             অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা
১। প্রত্যক্ষ বা সরাসরি অবলোপন পদ্ধতিঃ
ক) যখন অনাদায়ী পাওনা অবলোপন করা হয়ঃ
অনাদায়ী পাওনা হিসাব            ডেবিট                *
           প্রাপ্য হিসাব                     ক্রেডিট           *
২। ভবিষ্যত ব্যবস্থা পদ্ধতিঃ
ক) যখন অনাদায়ী পাওনা অবলোপন করা হয়ঃ
          অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব        ডেবিট      *
                        অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব   ক্রেডিট    *
খ) যখন অনাদায়ী পাওনা সৃষ্টি করা হয় বা অনুমেয় অনাদায়ী পাওনা হিসাবভূক্ত করা হয়ঃ
অনাদায়ী পাওনা হিসাব         ডেবিট                     *
        অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব   ক্রেডিট                    *
অথবা,
যখন পুরাতন সঞ্চিতির চেয়ে অনাদায়ী পাওনা ও নতুন সঞ্চিতির সমষ্টি ছোট হয় তখন ঐ পার্থক্যের জন্য-
       অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব      ডেবিট            *
                  আয় সারাংশ হিসাব      ক্রেডিট               *
গ) যখন অনাদায়ী পাওনা খরচ হিসাব বন্ধ করা হয়ঃ
     আয় সারাংশ হিসাব       ডেবিট                     *
                অনাদায়ী পাওনা খরচ হিসাব   ক্রেডিট               *

সমন্বয় দাখিলা ও কার্যপত্র সংক্রান্ত - HSC Accounting


( mgš^q `vwLjv I Kvh©cÎ msµvšÍ )
Rbve Awi‡bi wW‡m¤^i 31, 2016 mv‡ji †iIqvwgjwU wb¤œiyc:
†iIqvwgj
31 wW‡m¤^i, 2016
wnmv‡ei bvg
‡WweU UvKv
‡µwWU UvKv
g~jab

40,000
D‡Ëvjb
1,800

hš¿cvwZ
                      32,400

cÖ‡`q wnmve

2,800
gRywi LiP
10,000

µq 
19,000

cÖviw¤¢K gRy`
4,000

e¨vsK DØ„Ë
3,000

fvov LiP
1,600

weµq

29,000

71,800
71,800
AwZwi³ Z_¨vejx:
1) mgvcwb gRy` 1,200 UvKv|
2) e‡Kqv fvov LiP 100 UvKv|
3) hš¿cvwZi Dci 10% nv‡i AePq avh© Ki|
4) AwMÖg gRywi 400 UvKv|
K) weµxZ c‡Y¨i e¨q wbi~cY Ki|
L) mgš^q `vwLjvmg~n †`LvI|
M) 10 Ni wewkó GKLvbv Kvh©cÎ cÖ¯‘Z Ki|