উভয় জের সংশোধনী পদ্ধতি HSC Accounting


(উভয় জের সংশোধনী পদ্ধতি)
নিম্নলিখিত তথ্যাবলি ২০১১ সালের ৩১শে ডিসেম্বর তারিখে নাজিফা এন্ড কোং এর হিসাব বই হতে নেয়া হয়েছেঃ
(১) ০১১ সালের ৩১শে ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ২৬,৩০০ টাকা, কিন্ত ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৪৭,৮০০ টাকা।
(২) পাওনাদারদিগকে মোট ১৫,৫০০ টাকার ৫টি চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু তন্মধ্যে মাত্র ১০,০০০ টাকার তিনখানি চেক ২০১১ সালের ৩১শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে।
(৩) আদায়ের জন্য ইতোপূর্বে ব্যাংকে জমাকৃত ৪,০০০ টাকার একখানি চেক ২৫শে ডিসেম্বর, ২০১১ তারিখে প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু উহা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি।
(৪) দেনাদারদের নিকট হতে প্রাপ্ত মোট ২৫,০০০ টাকার তিনখানি চেক এবং ৬,০০০ টাকার দুখানি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু ৩১শে ডিসেম্বর ২০১১ তারিখের মধ্যে উহা আদায় হয়নি।
(৫) ২,৫০০ টাকার একখানি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা বাদ পড়েছে।
(৬) একজন দেনাদারের নিকট হতে ৬,০০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(৭) ব্যাংক কর্তৃক ৫০০ টাকা ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করা হয়েছে কিন্তু তা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
ক) ব্যাংক কর্তৃক পরিশোধিত টাকার পরিমাণ নির্ণয় কর।
খ) উপরিউক্ত তথ্যাবলি হতে উভয় জের সশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।।
গ) আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন