বিল অনুমোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিল অনুমোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পেনশন/গ্রাসুইট বিল অনুমোদন প্রসঙ্গে।

 বরাবর,

       জেলা হিসাব রক্ষণ অফিসার, যশোর।

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: পেনশন/গ্রাসুইট বিল অনুমোদন প্রসঙ্গে।

মহোদয়,

           যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নি¤œ স্বাক্ষরকারী মঞ্জুরানী দাস প্রক্তন সহকারী শিক্ষক, রেল রোড, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, যশোর। বিগত ০৬/০২/২০২১ ইং তারিখ হতে আমি চ.জ.খ এ যায় এবং ০৬/০২/২০২২ ইং তারিখে আমার চ.জ.খ শেষ হয়। পূর্ণ এক বছর পর গত ০৭/০২/২০২২ ইং তারিখ হতে আমি চুড়ান্ত অবসরে যায়। ইতোমধ্যে আমার পূর্ণ পেনশনের এককালিন পাওনা অর্থ (গ্রাসুয়িটি বিল) আপনার দপ্তরে দাখিল করেছি। আমার সার্ভিস বহিতে বার্ষিক ইঙ্ক্রিমেন্ট এর ত্রুটি বিলটি সংশোধন পূর্বক পাস করার জন্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাচ্ছি।

           অতএব, জনাব আমার আবেদন খানি সহৃদয়ের সহিত বিবেচনা করতঃ আমার পেনশনের এককালিন চুড়ান্ত বিলটি পাস করে অর্থ প্রদানে ব্যাবস্থা করতে আপনার একান্ত মর্জি হয়।



বিনীত নিবেদক


মঞ্জুরানী দাস

প্রক্তন সহকারী শিক্ষক,

রেল রোড, সরকারি প্রাথমিক বিদ্যালয়,

সদর, যশোর।

মোবা: