প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা সমূহ Journal entries relating accounts receivable, bad debts and allowance for bad debts


প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা সমূহ Journal entries relating accounts receivable, bad debts and allowance for bad debts.
প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদা দাখিলা
১। যখন ধারে পণ্য বা সেবা বিক্রয় করা হয়ঃ
প্রাপ্য হিসাব                    ডেবিট              *
         বিক্রয়/সেবা আয় হিসাব             ক্রেডিট          *
২। যখন ধারে বিক্রীত পণ্য ফেরত পাওয়া যায়ঃ
বিক্র্য ফেরত হিসাব          ডেবিট                   *
         প্রাপ্য হিসাব                ক্রেডিট                *
৩। যখন পাওনা টাকা আদায় হয়ঃ
               নগদ হিসাব           ক্রেডিট        *
অথবা,
    যদি বাট্টা মেয়াদের মধ্য আদায় হয়ঃ
      নগদ হিসাব          ডেবিট                   *
       বিক্রয় বাট্টা         ডেবিট                   *
               প্রাপ্য হিসাব       ক্রেডিট                     *
             অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা
১। প্রত্যক্ষ বা সরাসরি অবলোপন পদ্ধতিঃ
ক) যখন অনাদায়ী পাওনা অবলোপন করা হয়ঃ
অনাদায়ী পাওনা হিসাব            ডেবিট                *
           প্রাপ্য হিসাব                     ক্রেডিট           *
২। ভবিষ্যত ব্যবস্থা পদ্ধতিঃ
ক) যখন অনাদায়ী পাওনা অবলোপন করা হয়ঃ
          অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব        ডেবিট      *
                        অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব   ক্রেডিট    *
খ) যখন অনাদায়ী পাওনা সৃষ্টি করা হয় বা অনুমেয় অনাদায়ী পাওনা হিসাবভূক্ত করা হয়ঃ
অনাদায়ী পাওনা হিসাব         ডেবিট                     *
        অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব   ক্রেডিট                    *
অথবা,
যখন পুরাতন সঞ্চিতির চেয়ে অনাদায়ী পাওনা ও নতুন সঞ্চিতির সমষ্টি ছোট হয় তখন ঐ পার্থক্যের জন্য-
       অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব      ডেবিট            *
                  আয় সারাংশ হিসাব      ক্রেডিট               *
গ) যখন অনাদায়ী পাওনা খরচ হিসাব বন্ধ করা হয়ঃ
     আয় সারাংশ হিসাব       ডেবিট                     *
                অনাদায়ী পাওনা খরচ হিসাব   ক্রেডিট               *

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন