প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি HSC Accounting


( প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি )
২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখে রাজা এন্ড সন্স এর নগদ বইতে ২৫,৫০০ টাকা ব্যাংক উদ্বৃত্ত দেখা গেল; কিন্তু ওই একই তারিখে ব্যাংক বিবরনীতে উদ্বৃত্ত নগদান বইয়ের উক্ত উদ্বৃত্তের সমপরিমান হলো না। এতদ উদ্দেশ্যে যথারীতি নিরীক্ষা করার পর নিম্নলিখিত গরমিল ধরা পড়লঃ
১) দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট ১০,৫০০ টাকার পাচখানি চেক এবং ৭,০০০ টাকার দুইখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে; কিন্তু ইহা ২০১২ সালের জানুয়ারি মাসে আদায় হয়েছে। 
২) পাওনাদারদের বরাবর মোট ১২,৫০০ টাকার ছয়খানি চেক ইস্যু করা হয়েছে; কিন্তু তন্মধ্যে মাত্র ১০,৫০০ টাকার চারখানি চেক ২০১১ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধিত হয়েছে। 
৩) ৩,৫০০ টাকার একখানি প্রাপ্য বিল ২৪ ডিসেম্বর তারিখে ৩,৪০০ টাকায় বাট্টা করা হয়েছে; কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদান বইতে এন্ট্রি করা হয়েছে।
৪। ৩,০০০ টাকার একখানি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে; কিন্তু ইহা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি।
৫। একজন দেনাদারের নিকট হতে ৪,০০০ টাকা ব্যাংক কতৃক সরাসরি আদায় হয়েছে; কিন্তু ইহা ২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
৬) ২,৫০০ টাকার একখানি প্রদেয় বিল ব্যাংক কতৃক সরাসরি পরিশোধিত হয়েছে; কিন্তু ইহা ২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
ক) ইস্যুকৃত চেকের মাধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়নি এরূপ চেকের টাকার পরিমান নির্ণয় কর।
খ) ব্যাংক কতৃক আদায়কৃত এবং ব্যাংক কতৃক পরিশোধিত টাকার পরিমান নির্ণয় কর।
গ) উপরিউক্ত তথ্যাবলি অবলম্বনে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন