প্রাপ্য নোটের হিসাবরক্ষন
Accounting for notes receivable
প্রাপ্য নোট হিসাবভূক্ত করতে যে
সমস্ত দাখিলার প্রয়োজন হয় তা নিম্নে প্রদত্ত হলঃ
১) যখন দেনাদারের কাছ থেকে প্রাপ্য
নোট পাওয়া যায়ঃ
প্রাপ্য নোট/প্রাপ্য বিলের হিসাব ডেবিট *
প্রাপ্য হিসাব ক্রেডিট *
২)মেয়াদপূর্তিকালে সূদসহ নোটের
টাকা পাওয়া গেলেঃ
ক) যদি হিসাবকালের মধ্যে নোটের
মেয়াদপূর্তিতে টাকা পাওয়া যায়ঃ
নগদ হিসাব ডেবিট *
প্রাপ্য নোট হিসাব ক্রেডিট *
সূদ আয় হিসাব ক্রেডিট *
খ) যদি এক হিসাবকালে নোট তৈরি
হয় এবং অন্য হিসাবকালে নোটের মেয়াদ পূর্তি হয়ঃ
i)হিসাবকাল শেষে প্রাপ্য সূদ
হিসাবভূক্ত করার জন্য-
প্রাপ্য সূদ হিসাব ডেবিট *
সূদ আয় হিসাব ক্রেডিট *
ii)মেয়াদ শেষে সূদসহ নোটের টাকা
আদায় হলেঃ
নগদ হিসাব ডেবিট *
প্রাপ্য নোট হিসাব ক্রেডিট *
প্রাপ্য সূদ হিসাব ক্রেডিট *
সূদ আয় হিসাব ক্রেডিট *
৩) প্রাপ্য নোট ব্যাংক হতে
বাট্টা করা হলে-
ব্যাংক হিসাব ডেবিট *
সূদ খরচ বাট্টা হিসাব ডেবিট *
প্রাপ্য নোট হিসাব ক্রেডিট *
৪) প্রাপ্য নোট প্রত্যাখ্যাত
হলে-
প্রাপ্য হিসাব ডেবিট *
প্রাপ্য নোট হিসাব ক্রেডিট *
৫) বাট্টাকৃত নোট প্রত্যাখ্যাত
হলে-
প্রাপ্য হিসাব ডেবিট *
ব্যাংক হিসাব ক্রেডিট *
৬) প্রাপ্য নোট নবায়নের জন্য-
ক)পূর্বের নোট বাতিল করা হলে –
প্রাপ্য হিসাব ডেবিট *
প্রাপ্য নোট হিসাব ক্রেডিট *
খ) সূদসহ নতুন নোট পাওয়া গেলঃ
প্রাপ্য নোট হিসাব ডেবিট *
প্রাপ্য হিসাব ক্রেডিট *
সূদ আয় হিসাব ক্রেডিট *
গ) মেয়াদ শেষে যখন নবায়নকৃত
প্রাপ্য নোটের টাকা পাওয়া যায়ঃ
নগদ হিসাব ক্রেডিট *
প্রাপ্য নোট হিসাব ক্রেডিট *
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন