প্রাপ্য হিসাব-অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত - HSA Accounting


( প্রাপ্য হিসাব-অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত )
কাব্য এণ্ড সন্স এর হিসাব বই থেকে নিম্নবর্ণিত তথ্যাবলি প্রদত্ত হলঃ
২০১৩
জানুয়ারি  ১ অনাদায়ী পাওনা সঞ্চিতি ২,৪০০ টাকা।
ডিসেম্বর  ৩১ হিসাবভূক্ত অনাদায়ী পাওনা ১,০০০ টাকা। প্রাপ্য হিসাব ৩৪,০০০ টাকা। অলিখিত অনাদায়ী পাওনা ৬০০ টাকা।
প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।
ক) বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমান নির্ণয় কর। (অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করার পর )
খ) বিশদ আয় বিবরণীতে চার্জযোগ্য অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়পূর্বক জাবেদা দাখিলা দাও।
গ) চলমান জের ছকে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত কর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন