( প্রচলিত পদ্ধতি বা একক জের
পদ্ধতি )
নিম্নলিখিত তথ্যাবলি জনাব আকরামের হিসাব বই হতে নেয়া হয়েছেঃ
১। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৯০,০০০ টাকা।
২। ব্যাংকে ৪,৫০০ টাকা জমা দেয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ভূলে তা ডেবিট
করা হয়েছে।
৩। ১,০০০ টাকার ১টি চেক পাওনাদারকে ইস্যু করা হয়েছিল যা নগদান বইতে লেখা
হয়নি।
৪। ব্যাংক বিনিয়োগের সূদ বাবদ ২,৫০০ টাকা আদায় করে ক্রেডিট করেছে যা নগদান
বইতে লেখা হয়নি।
৫। চেক ইস্যু করা হয়েছে ৮০০ টাকা কিন্তু নগদান বইতে লেখা হয়েছে ৮,০০০ টাকা।
৬। আদায়ের জন্য জমাকৃত ৮,০০০ টাকার চেক ভূলে নগদান বইতে ৮০০ টাকা লেখা
হয়েছে।
৭। ব্যাংক কতৃক আদায়কৃত লভ্যাংশ ৫,০০০ টাকা যা নগদান বইতে যথা সময়ে লেখা
হয়েছে।
৮। ব্যাংক কতৃক দেনাদারের কাছ থেকে আদায় ৭,০০০ টাকা যা নগদান বইতে যথাসময়ে
দেখানো হয়েছে।
ক) ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না এরূপ লেনদেনের টাকার পরিমান নির্ণয় কর।
খ) উপরিউক্ত তথ্যাবলি হতে ব্যাংক সমন্বয় বিবরনী তৈরি কর।
গ) দফা ৩, ৪, ৫ ও ৬ এর জাবেদা দেখাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন