উভয় জের সংশোধনী পদ্ধতি HSC Accounting


(উভয় জের সংশোধনী পদ্ধতি)
হায়দার এন্ড কোং এর ২০১১ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নলিখিত তথ্যাবলি দেয়া হলঃ
১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্ত ৮,৫৭২ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত্ত ৫,৫১২ টাকা ।
২) ১,২৫০ ও ২,০০০ টাকার দুইখানা ইস্যুকৃত চেক ২০১১ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত পরিশোধের জন্য উপস্থাপন করা হয়নি।
(৩) ১,১৫০ টাকার একখানি চেক ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্ত তা ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত আদায় হয়নি।
(৪) ব্যাংক কমিশন বাবদ চার্জ করেছে ৩০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়ানি
(৫) ব্যাংক ২৫ টাকা সুদ মঞ্জুর করেছে যা নগদান বইতে এখনও অন্তর্ভুক্ত হয়নি।
(৬) ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ ৯৫ টাকা এখনও নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৭) ব্যাংক কর্তৃক প্রদত্ত ৫,২৫০ টাকা গৃহ নির্মাণ ঋণের কিস্তি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৮) ২০১১ সালের ২০ ডিসেম্বর ২,৮০০ টাকার চেক জমা দেয়া হয়েছে যা ২৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।
(৯) ২০১১ সালের ২৪ ডিসেম্বর চেক ইস্যু করা হয়েছে ৫,০০০ টাকার যা ২৮ ডিসেম্বর ব্যাংক কর্তক পরিশোধিত হয়েছে।
ক) ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না এমন দফার টাকার সমষ্টি নির্ণয় কর।
খ) শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের সমষ্টি নির্ণয় কর।।
গ) উপরিউক্ত তথ্য হতে উভয় জের সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন