প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি HSC Accounting


( প্রচলিত পদ্ধতি বা একক জের পদ্ধতি )
নিম্নলিখিত তথ্যাবলি ২০১১ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে মিঃ কিবরিয়ার হিসাব বই হতে নেয়া হয়েছেঃ
১। ব্যাংক বিবরনী মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমান ( ৩১-১২-২০১১ ) ৩৪,২০০ টাকা।
২। পাওনাদার উত্তমকে ৩,০০০ টাকা ব্যাংক কতৃক সরাসরি পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত করা হয়নি।
৩। ব্যাংক জমাতিরিক্তের সূদ ৫০০ টাকা ধার্য করা হয়েছে কিন্তু নগদান বইতে দেখানো হয়নি।
৪। আদায়ের জন্য ৪,০০০ টাকা এবং ৩,৫০০ টাকার দুইখানি চেক জমা দেয়া হয়েছিল কিন্তু ৩,৫০০ টাকার চেকখানি প্রত্যাখ্যাত হয়েছে যা নগদানভূক্ত হয়নি।
৫। ব্যাংক বিনিয়োগের সূদ ১,৫০০ টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়ানি।
৬। ১৫,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছিল কিন্তু তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি।
৭। ব্যাংক কতৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
ক) উপরোক্ত তথ্যাবলির দফা ৭ এর লেনদেনটি আমানতকারীর হিসাব বইতে জাবেদা দেখাও।
খ) ব্যাংক কতৃক জমাকৃত এবং আমানতকারীর পক্ষে পরিশোধিত টাকার পরিমান নির্ণয় কর।
গ) উপরোক্ত তথ্যাবলির ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরনী তৈরি কর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন