‡R.Gm.wm. dvBbvj
g‡Wj
†U÷-2019
welqt
weÁvb - 127
১। ক্ষুদেপানা
-> শামুক, ঝিনুক -> বড় মাছ -> কচ্ছপ
A B C D
ক) উৎপাদক কাকে বলে?
খ) খাদ্য শৃংখল বলতে কি বোঝায়?
গ) উপরিউক্ত তথ্য ব্যাবহার করে একটি বাস্তুসংস্থানের চিত্র অংকন করে চিহ্নিত
কর।
ঘ) উল্লিখিত তথ্যের আলোকে B এর সংখ্যা বেড়ে গেলে
উদ্ধৃত পরিস্থিতি বিশ্লেষন কর।
২। জহির সাহেবের বয়স ৫০ বছর এবং ওজন ৬৫ কেজি।
ক) ভিটামিন কি?
খ) মানবদেহে খনিজ লবন প্রয়োজনীয় কেন?
গ) জহির সাহেবের প্রতিদিনের শর্করার চাহিদা নির্ণয় কর।
ঘ) জহির সাহেবের প্রতিদিন ১৫০ গ্রাম শর্করা গ্রহন করলে তার দেহে কী ধরনের
সমস্যা সৃষ্টি হবে? ব্যাখ্যা কর।
৩। কৃত্রিম উপগ্রহের প্রতি নোমানের খুবই আগ্রহ রয়েছে, কারণ এটি যোগাযোগ
রক্ষা ছাড়াও আবহাওয়া ও সামরিক ক্ষেত্রে অবদান রেখেই চলেছে।
ক) মহাকাশ কী?
খ) মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের যন্ত্রটি কীভাবে পৃথিবীর চারদিকে নির্দিষ্ট কক্ষ পথে ঘোরে তা
ব্যাখ্যা কর।
ঘ) নোমানের পছন্দের যন্ত্রটি যেসব ক্ষেত্রে অবদান রেখে চলেছে তা মূল্যায়ন
কর।
৪। চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাওঃ
|
|

|

ক) বংশগতির জনক কে?
খ) মিয়োসিস কে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?১
গ) উদ্দীপকে উল্লিখিত চিত্রটির ব্যাখ্যা কর।