Islam লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Islam লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জ়ে এস সি ফাইনাল মডেল টেস্ট ইসলাম ধর্ম - ২০১৯ - JSC Islam Religion Final Model Test 2019


‡R.Gm.wm. dvBbvj g‡Wj †U÷-2019
welqt Bmjvg ag© - 111
১। সুমাইয়া ও সামিয়া দুই বান্ধবী। নুহাশ পল্লীতে বেড়াতে যাবে বলে দুজনেই দিন-তারিখ ঠিক করে। সুমাইয়া নির্দিষ্ট তারিখে প্রস্তুতি নিয়ে সামিয়ার অপেক্ষায় থাকে। কিন্তু সামিয়া তার বাবার কাছ থেকে টিফিন, কাগজ ও কলমের অজুহাত দিয়ে বেশকিছু টাকা নিয়ে আদিবার সঙ্গে মার্কেটে ঘুরতে চলে যায়। পরদিন সামিয়ার সঙ্গে সুমাইয়ার দেখা হয়। সুমাইয়া বিষয়টি উপস্থাপন করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং উভয়ই মনঃক্ষুণ্ন হয়।
ক. মুনাফিকের নিদর্শন কয়টি?
খ. তাকদিরে বিশ্বাস বলতে কী বোঝায়?
গ. সামিয়ার আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।৩
ঘ. সুমাইয়ার কার্যক্রমের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।৪

২। অমি ও সামি দুই ভাই। তারা নিয়মিত সালাত আদায় করে। কিন্তু অমি প্রায়ই মিথা কথা বলে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে। সামি তাকে বুঝাতে চেষ্টা করে যে, এটা মুনাফেকি আচরণ। যারা এরূপ করে আখিরাতে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এ প্রসঙ্গে আল্লাহপাক বলেন, “নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে
 
.    ‘নিফাকশব্দের অর্থ কী?   
.    ‘মুনাফিকবলতে কী বুঝ? লিখ।   
.    অমির আচরণে যা প্রতিফলিত হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তা ব্যাখ্যা কর।   
.    উদ্দীপকে বর্ণিত আল্লাহর বাণীর যথার্থতা বিশ্লেষণ কর।   

৩। তাসিন ও তাসনিম দুই বন্ধু। তারা উভয়েই রমযান মাসের শেষ বিশ দিন ইবাদতে ব্রতী হওয়ার সংকল্প করেন। ফলে তাসিন রমযানের বিশ তারিখ হতে নিকটবর্তী মসজিদে ইতিকাফের মাধ্যমে ইবাদত বন্দেগিতে রত থাকেন। অপরপক্ষে তাসনিম ইতিকাফে যোগদান না করলেও কুরআন খতম করার মানসিকতা নিয়ে প্রতি রাতে তাড়াতাড়ি ও অস্পষ্টভাবে কুরআন তিলাওয়াত করেন।
ক. আন্-নুর শব্দের অর্থ কী?
খ. আজিজুন আলাইহিবাক্যটি ইযহারের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা কর। ২
গ. তাসনিমের কুরআন তিলাওয়াতে শরিয়তের কোন বিধানটি লঙিঘত হয়েছে? পাঠ্যপুস্তু কের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. তাসিন রমযানের শেষ দশ দিনের বিশেষ পদ্ধতিতে ইবাদত করার মূল্য রহস্য সূরা আল-কাদরের আলোকে বিশ্লেষণ কর। ৪

রায়হান সাহেব কক্সবাজারের একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক। ওই বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে রায়হান সাহেবের বন্ধু আব্বাস সাহেবের স্ত্রী প্রভাষক পদে আবেদন করেন। পরে রায়হান সাহেবের অনুরোধক্রমে আব্বাস সাহেবের স্ত্রী ওই পদে নিয়োগ লাভ করলে আব্বাস সাহেব সস্ত্রীক রায়হান সাহেবের বাসায় হাজির হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি স্বর্ণের চিংড়ি মাছসদৃশ শো-পিস উপহার হিসেবে প্রদান করেন। একদা রায়হান সাহেবের ছোট মেয়ের বান্ধবী আদিবা বেড়াতে এসে না বলে ওই শো-পিসটি নিয়ে যায়।
ক. হজরত আদম (আ.) এর মর্যাদা দেখে কে ঈর্ষান্বিত হয়েছিল?
খ. হিংসার একটি সামাজিক কুফল ব্যাখ্যা কর। ২
গ. রায়হান সাহেবের দ্বিতীয় কাজটি আখলাকে জামিমার কোন কাজের অন্তর্ভুক্ত? পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. আদিবার কাজটির পরিণাম বিশ্লেষণ কর। ৪




সোহান বাল্যকালে পবিত্র কুরান পড়া শিখেছিল। সম্প্রতি তাদের পাড়ায় একজ়ন শিক্ষক কুরান শিখাচ্ছেন। তার পড়া শুনে সোহান বুঝতে পারল যে, এতদিন সে ভূল নিয়মে কুরান পড়েছে। ঐ শিক্ষকের মতে, তাজবিদসহ কুরান পড়া আবশ্যক। তিনি আরো বলেন, কুরান তিলাওয়াতকারীর পিতামাতাকে সূর্যের আলো অপেক্ষা উত্তম মুকুট পরানো হবে। তারপর তিনি পবিত্র কুরানের সূরাসমূহের প্রকারভেদসমূহ ব্যাখ্যা করেন।
ক. তাজবিদ অর্থ কি? ১
খ. মক্কী ও মাদানী সূরা বলতে কী বোঝ? ২
গ. শুদ্ধভাবে কুরান পড়তে হলে সোহানকে কী করতে হবে? ব্যাখ্যা কর। ৩
ঘ. পবিত্র কুরান তিলাওয়াতের বিষয়ে সোহানের উপলব্ধি মূল্যায়ন কর। ৪

৬। ডিসিসিআই ( ঢাকার শিল্প-বণিক সমিতি ) এর সভাপতি খালিদ হোসাইন দৈনিক ফিনানসিয়াল এক্সপ্রেস পত্রিকায় একটি প্রবন্ধে লিখেছেন “যদি দেশের ধনী-মুসলিম নাগরিকেরা সঠিকভাবে পরিকল্পনা করে যথাযথ ব্যাবস্থাপনায় যাকাত আদায় করেন তবে অতি অল্প সময়ের মধ্যেই দেশ থেকে চরম দারিদ্র নির্বাসিত হয়ে যাবে। এটা পড়ে মোহাম্মদ নাযিফ নামে একজন রাজনৈতিক অর্থনীতিবিদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করলেন, “যাকাত শুধু চরম দারিদ্রের অবসান ঘটায় না বরং সামাজিক সম্প্রিতি ও সহযোগিতার সুযোগ ও সৃষ্টি করে।
ক. উশর কি? ১
খ. ধন সম্পদের ব্যাপারে ইসলামের নীতি বর্ণনা কর। ২
গ. তুমি কি ডিসিসিআই সভাপতির বক্তব্যের সাথে একমত? তোমার প্রদত্ত মতামতকে যুক্তিগ্রাহ্য কর। ৩
ঘ. মোহাম্মদ নাজিফের মন্তব্য তোমার পাঠ্য পুস্তকের আলোকে ব্যাখ্যা কর। ৪

৭। সভ্যতার এক লীলা ভূমি মিসর। চাকুরির সুবাদে মকবুল সাহেব সেখানে অবস্থান করেন। অবসর সময়ে তিনি নীলনদে ঘুওে বেড়ান। নীলনদ নিয়ে নবী মুসা আ: এর কাহিনী তার মনে পড়ে যায়। তিনি উক্ত নবীর ওপর নাজিলকৃত গ্রন্থটি অধ্যয়ন করেন।
ক) মুসা আ: কার ঘরে লালিত-পালিত হয়েছিলেন?
খ) মুসা আ: এর কথায় জড়তা ছিল কেন?
গ) মকবুল সাহেব কোন আসমানি কিতাব পাঠ করেছেন? এই গ্রন্থটি নাজিলের ঘটনা ব্যাখ্যা কর।
ঘ) মকবুল সাহেবের যে ঘটনাটি মনে পড়ে তা বিশ্লেষন কর।

৮। মনসুর সাহেব ও ইকবাল সাহেব একই অফিসে চাকরি করেন। ইকবাল সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি। অফিসের সবার সাথেই তিনি ভদ্রভাবে কথা বলেন। একদিন মনসুর সাহেব তার অধীনস্থ কর্মচারী রাশেদকে এক গ্লাস পানি ও ফাইল আনতে বলেন। রাশেদ আসতে দেরি করায় মনসুর সাহেব তার সাথে অশ্লীল ভাষা ব্যবহার করেন। বিষয়টি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা জানতে পেরে বলেন, ‘মুমিন ব্যক্তির আচরণ এরূপ হতে পারে না।
.    জান্নাতের স্তর কয়টি?   
.    জাহান্নামের শাস্তির ধরন কীরূপ? ব্যাখ্যা কর।   
.    মনসুর সাহেবের আচরণটি কীসের পরিপন্থী? ব্যাখ্যা কর।   
.    অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার উক্তিটি কি যথার্থ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৯। লিয়াকত ও জহুর দুই বন্ধু। লিয়াকত মুখে আল্লাহকে স্বীকার করে ও অন্তরে বিশ্বাস করে। কিন্তু আসলে এর কোনো প্রতিফলন নেই। সে বলে, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করলেই হলো। অপরদিকে, জহুর কমিউনিটি হাসপাতালের ওষুধপত্র সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। সে হাসপাতালের ওষুধ গোপনে সরিয়ে বাইরে বিক্রি করে দেয় এবং মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রক্ষা করে না।
 
.        ‘মুহাইমিনুন শব্দের অর্থ কী?   
.        আকাইদ বলতে কী বোঝায়?   
.        জহুরের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।   
.        লিয়াকত কী প্রকৃত ইমানদার? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।   




১০। সভ্যতার এক লীলা ভূমি মিসর। চাকুরির সুবাদে মকবুল সাহেব সেখানে অবস্থান করেন। অবসর সময়ে তিনি নীলনদে ঘুওে বেড়ান। নীলনদ নিয়ে নবী মুসা আ: এর কাহিনী তার মনে পড়ে যায়। তিনি উক্ত নবীর ওপর নাজিলকৃত গ্রন্থটি অধ্যয়ন করেন।
ক) মুসা আ: কার ঘরে লালিত-পালিত হয়েছিলেন?
খ) মুসা আ: এর কথায় জড়তা ছিল কেন?
গ) মকবুল সাহেব কোন আসমানি কিতাব পাঠ করেছেন? এই গ্রন্থটি নাজিলের ঘটনা ব্যাখ্যা কর।
ঘ) মকবুল সাহেবের যে ঘটনাটি মনে পড়ে তা বিশ্লেষন কর।

১১। রশিদ সাহেব একজন ধনী ব্যাক্তি, কিন্তু তিনি ধর্মকর্মের প্রতি খূবই উদাসীন। ঈদুল আযহার দিনে তিনি ঈদের সালাত আদায়ের আগেই ভোরে কুরবানির গরুটি জবাই করে গোশত বিতরণ শুরু করেন। বিজ্ঞ আলেম মাহবুব সাহেব বিষয়টি জানতে পেরে বললেন, কুরবানি করা একটি পবিত্র ইবাদত, এটাকে সঠিক নিয়মে করা উচিত। তিনি আরো বললেন, কুরবানি আমাদের আতœত্যাগী হতে শেখায়।
ক) কুরবানির সমার্থক শব্দ কী?
খ) উশর বলতে কী বোঝ? সংক্ষেপে লেখ।
গ) রশিদ সাহেবের কুরবানি করা ইসলামের আলোকে কীরুপ হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) কুরবানি আমাদেরকে আতœত্যাগী হতে শেখায়মাহবুব সাহেবের উক্ত মন্তব্য পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষন কর।




বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও
১.     নিফাক শব্দের অর্থ কী?
ক)    বাচাল                       খ)     অবিশ্বাস              গ)    কপটতা                      ঘ) মিথ্যাচার
২.     নৈতিকতা হলো-
i. সত্যকথা বলা                  ii. নিজের মতো চলা                 iii. ভ্রাতৃত্বের সম্পর্ক গড়া
নিচের কোনটি সঠিক?
ক)    i                                           খ)    ii                               গ) i iii                            ঘ)       iii
৩.    আকিদা শব্দের বহুবচন কোনটি?
ক)    আকিদাতুন           খ)     আকাইদ        গ)   উকুদুন           ঘ)       তাকিদুন
৪.     কোনটি আল্লাহর নিকট একটি বড় নিয়ামত?
ক)    ইমান               খ)    জুলুম          গ)   সদকা            ঘ)       হাবিয়া
৫.     জান্নাত হলো-
i. মণিমুক্তা দ্বারা নির্মিত বাসস্থান     ii. মুমিনদের বাসস্থান         iii. চির শান্তির স্থান
নিচের কোনটি সঠিক?
ক)    i                                           খ)    ii                              গ)   iii                                    ঘ) i, ii iii
৬.    বেহেশত কোন ভাষার শব্দ?
ক)    আরবি              খ)    ফারসি         গ)   উর্দু              ঘ)      হিন্দি
৭.     আল্লাহর রং হলো-
i.  তাঁর দীন        ii.তাঁর নির্লিপ্ততা        iii. তাঁর গুণাবলি
নিচের কোনটি সঠিক?
ক)    i                                           খ)    ii                               গ) iiii                                 ঘ)     iii
৮.    আকিকা করা কী?
ক)    ফরয                         খ)    সুন্নাত          গ) ওয়াজিব            ঘ)     মুস্তাহাব
৯.     যাকাতের মাসারিফ কয়টি?
ক)    সাতটি              খ)    আটটি          গ) নয়টি              ঘ)     দশটি
১০.    কুরবানি শব্দের বাংলা প্রতিশব্দ কী?
ক)    উযহিয়্যাহ            খ)    উৎসর্গ          গ) আকিকা             ঘ)    জবেহ
১১.    হজ মুসলমানদের কী শিক্ষা দেয়?
ক)    ভ্রাতৃত্ব               খ)    আত্মবিশ্বাস       গ) অধ্যবসায়            ঘ)    সাহস
১২.    উশর কী?
ক)    ব্যবহার্য জিনিসের যাকাত  খ)    ফসলের যাকাত    গ)  পশুপাখির যাকাত       ঘ) ধনসম্পদের যাকাত

১৩.    যাকাত দানকারী অবস্থান করে-
i.  আল্লাহর নিকটে     ii. রাসুল (স) এর নিকটে        iii. জাহান্নাম থেকে দূরে
নিচের কোনটি সঠিক?
ক)    i                                           খ)    ii                              গ)   iiii                                    ঘ) iii
১৪. নুন সাকিন কোনটি?
ক) যবরযুক্ত নুন            খ) পেশযুক্ত নুন   গ) তাজবিদযুক্ত নুন                ঘ) জযমযুক্ত নুন
১৫. ইযহার শব্দের অর্থ কী?
ক) মিলিয়ে পড়া             খ) গোপন করে পড়া    গ) স্পষ্ট করে পড়া            ঘ) দ্রুত পড়া
১৬. মানবজাতির জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত কোনটি?
ক) কুরআন মজিদ            খ) হাদিস শরিফ       গ) বিশাল পৃথিবী             ঘ) মহাবিশ্ব
১৭. মারিয়াম সম্পর্কে খ্রিস্টানদের বিশ্বাস কী?
ক) তিনি সাধারণ একজন নারী    খ) তিনি আল্লাহর বান্দা  গ) তিনি আল্লাহর স্ত্রী          ঘ) তিনি অমর
১৮. সুরা যিলযাল কোথায় অবতীর্ণ হয়েছে?
ক) মক্কায়                  খ) মদিনায়         গ) তায়েফে                  ঘ) কুবায়
১৯. কুরআন মাজিদে উল্লেখ আছে, মানুষ কীভাবে-
i.  ইবাদত করবে       ii.  চরিত্র গঠন করবে      iii.  সূর্যের পূজা করবে
নিচের কোনটি সঠিক?
ক)    iii                                        খ)   i                              গ)    ii                                      ঘ) iii
২০. আল হুদা  অর্থ-
ক) পার্থক্যকারী              খ) পথ প্রদর্শন       গ) রহমত                   ঘ) দয়া
২১. স্বামী ও স্ত্রী একে অপরের কী?
ক) আত্মীয়                 খ) মায়ের          গ) ভূষণ                   ঘ) ইমারত
২২. মানুষ সর্বত্র সমাদৃত হয় কী বলে?
ক) চরিত্র বলে              খ) উদারতা বলে      গ) ক্ষমাশীলতা বলে            ঘ) কর্তব্যনিষ্ঠা বলে
২৩. অহংকার কার ভূষণ?
ক) আল্লাহর                খ) ইবলিসের         গ) ফেরেশতাদের              ঘ) নবিদের
২৪. মানুষের দৈনন্দিন কাজকর্মে ও ব্যবহারে প্রকাশ পায় কোনটি?
ক) আখলাক                খ) অভ্যাস          গ) ইচ্ছা                    ঘ) আকাঙ্ক্ষা
২৫. পৃথিবীর আদি নারী কে?
ক) ইভ                   খ) হযরত হাওয়া(আ)  গ) হযরত মরিয়ম (আ)        ঘ) হযরত হাজেরা (আ)
২৬. ধৈর্য মানবজীবনের-
i.  একটি মহৎ গুণ         ii.  সফলতার চাবিকাঠি          iii.  সকল সুখের মূল
নিচের কোনটি সঠিক?
ক)    iii                                        খ)   i                               গ)   ii                                       ঘ)  iii
২৭. হযরত সুলাইমান (আ)-এর অনুগত শয়তানদের সকলেই ছিল-
i.  প্রাসাদ নির্মাণকারী      ii.   বিচারক             iii.   ডুবুরি
নিচের কোনটি সঠিক?
ক)    i                                            খ)   iiii                  গ)     ii                                        ঘ) iii
২৮. আখলাক শব্দের অর্থ কী?
ক) চরিত্র                  খ) প্রশংসা          গ) ক্রোধ                   ঘ)  ধৈর্য
২৯. স্বামী ও স্ত্রী একে অপরের কী?
ক) আত্মীয়                 খ) মায়ের          গ) ভূষণ                    ঘ)  ইমারত
৩০. অহংকার কার ভূষণ?
ক) আল্লাহর                 খ) ইবলিসের        গ) ফেরেশতাদের               ঘ) নবিদের