( একক জের পদ্ধতি বা প্রচলিত
পদ্ধতি )
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে এস ট্রেডার্সের নগদান বই এবং ব্যাংক বিবরণী
গরমিলের কারনগুলি নিম্নরূপঃ
i) নগদান বই মোতাবেক
ব্যাংক জমাতিরিক্তের পরিমান ৩১-১২-২০১৪) ৯০,০০০ টাকা।
ii) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ১০,০০০ টাকা এখনো আদায় হয়নি।
iii) ব্যাংক কতৃক লভ্যাংশ আদায়
১০,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
iv) বিনিয়োগের সূদ সরাসরি ব্যাংক হিসাবে জমা দেয়া হয়েছে যা নগদান বইতে লেখা
হয়নি। (১.৭.১৪ তারিখে বিনিয়োগকৃত ১২% হারে ১,০০,০০০ টাকা)।
v) ব্যাংক জমাতিরিক্তের সূদ ৬,০০০ টাকা ধার্য করা
হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
vi) ১৬,০০০ টাকার চেক ইস্যু করা
হয়েছে কিন্তু এখন পর্যন্ত পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি।
vii) প্রদেয় হিসাবের
৭,০০০ টাকা ব্যাংক কক্তৃক সরাসরি পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি।
ক) ব্যাংক কতৃক ক্রেডিট মেমোরেন্ডামে লিখিত টাকার পরিমান নির্ণয় কর।
খ) নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন গুলির জাবেদা লিখ।
গ) ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন