শ্রেণী: এস.এস.সি (ভোকেশনাল) বিষয়: ইংরেজী +রসায়ন+ট্রেড

 

‡gwiU Qvqv wkÿv

mvßvwnK cixÿv-2022

welq: Bs‡iRx +imvqb+‡UªW

mgq :1:20 N›Uv    ‡kªYx:Gm.Gm.wm(‡fv‡Kkbvj)     c~b©gvb:30

imvqb-10

‡h †Kvb 2 wU cÖ‡kœi DËi `vI:

 

Bs‡iRx-10

Add Tag question of the following Sentences:-                                                                                        

(a)    Let’s go out for a walk, _____?

(b)   A barking dog seldom bites, ___?

(c)    I am a student, ___?

(d)   Neither of them went, ___?

(e)    Birds fly, ___?

(f)    Open the page at 215, ___?

(g)   Everyone came here, ___?

(h)   She is pretty,___?

(i)     He goes to school regularly____?

(j)     She did not do it___?

 

 

 

 

 

Kw¤úDUvi-10

1.        ডাটাবেস কী

2.        রেকর্ড কী

3.        রিপোর্ট কাকে বলে

4.        ডাটা টাইপ কী?

5.        ডাটা ভ্যালিডেশন রুল কী

6.        রিলেশনvj WvUv‡eR  কী?

7.        ম্যাক্রো  কী

8.        ইনপুট মাস্ক কী?

9.        প্রাইমারি কী কেন ব্যবহার করাহয়

10.     কুয়েরি কী?

 

A‡Uv‡gvwUf-10

1.        এসআই ইঞ্জিন বলতে কি বোঝায়?

2.        এসআই ইঞ্জিনের যন্ত্রাংশসমূহের তালিকা উল্লেখ কর। 

3.        এসআই ইঞ্জিনে কী কী ত্রুটি সংঘটিত হয়

4.        ইঞ্জিন ক্র্যাংকিং হচ্ছে কিন্তু চালু হচ্ছে না-এরূপ ত্রুটির কারণ কী?

5.        ইঞ্জিন ক্র্যাংকিং হচ্ছে কিন্তু চালু হচ্ছে না এরূপ ত্রুটির প্রতিকার কী?

 

B‡jKwUªK¨vj-10

1.        ইলুমিনেশনের একক কী?

2.        বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোন কোন প্রাকৃতিক শক্তি ব্যবহার করা হয়? ইনক্যানডিসেন্ট ল্যাম্পের কার্যকাল কত ঘণ্টা

3.        এসি তিন ফেজ ব্যবস্থায় ফেজ পার্থক্য কত?

4.        স্টার সংযোজিত সার্কিটে ফেজ কারেন্ট লাইন কারেন্টের মধ্যে সম্পর্ক কী

5.        সিনক্রোনাস স্পিডের সূত্রটি লেখ। উত্তর সংকেত

6.        মোটরের ঘূর্ণনের দিক নির্ণয় করতে কোন নিয়ম ব্যবহার করা হয়

7.        জেনারেটরে উৎপন্ন ভোল্টেজের দিক নির্ণয় করার জন্য কোন নিয়ম ব্যবহার করা হয়

8.        তিন ফেজ মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে কী করতে হয়?

9.        ক্যাপাসিটর স্টার্ট মোটরে কোন কয়েলের সাথে ক্যাপাসিটর সংযোগ করা হয়?

10.     কোর লস কী কী?

B‡jKUªwb·-10

1.        সেcv‡iটেড পালস কী

2.        টিভি টিউনারের কাজ কী?

3.        ব্যান্ডপাস ফিল্টার কী

4.        এজিসি অর্থ কী

5.        সিঙ্ক সেপারেটরের কাজ কী

6.        হরিজন্টাল অসিলেটরের ফ্রিকুয়েন্সি কত

7.        শ্যাডো মাস্ক এর কাজ লেখ। 

8.        কালার টিভিতে মৌলিক রং কী কী?

9.        ক্যাবল মডেমের কাজ কী?

10.     বাংলাদেশ টেলিভিশনে কোন ধরনের স্ক্যানিং ব্যবহার করা হয়?

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন