নবম শ্রেণী চুড়ান্ত মডেল টেস্ট-২০২১

 মেরিট ছায়া শিক্ষা


নবম শ্রেণী চুড়ান্ত মডেল টেস্ট-২০২১


বিষয় কোড-৯০১৩


 সময়:৩:০০                                               বিষয় :ইলেকট্রিক্যাল-১                                            পূর্ণমান:৬০


অতি সংক্ষিপ্ত-২০


বিদ্যুৎ পরিবাহী পদার্থের দু'টি নাম লেখ।

কপার কোন জাতীয় পদার্থ?

সবচেয়ে ভাল পরিবাহী কোনটি?

কার্বন কোন ধরনের পদার্থ?

বৈদ্যুতিক সার্কিটে কী প্রবাহিত হয়?.

পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহকে কী বলে? 

বৈদ্যুতিক কারেন্ট বলতে কী বুঝায়? 

বিদ্যুৎ কী

কারেন্ট এর একক ও প্রতীক লেখ।

কারেন্ট পরিমাপে আন্তর্জাতিক একক কী?

বিদ্যুৎ কে, কবে আবিষ্কার করেন? . ইলেকট্রিক কারেন্ট কত প্রকার? 

আন্তর্জাতিক অ্যাম্পিয়ার বলতে কী বুঝায়?কারেন্টের এককগুলো কী কী?

বিদ্যুৎ কত প্রকার ও কী কী?

এক মেগা ভোল্ট সমান কত ভোল্ট?

ভোল্টেজ কাকে বলে?

বৈদ্যুতিক চাপ পরিমাপক যন্ত্রের নাম লেখ।

ওহমের সূত্রের গাণিতিক সম্পর্ক লেখ।

ভোল্টমিটার কী কাজে প্রয়োজন হয়?

অ্যামিটারকে লোডের সাথে কীভাবে সংযোগ করতে হয়?

AVO এর অর্থ লেখ।

ওয়াটমিটার দিয়ে কী পরিমাপ করা যায়?


mswÿß-20

পরিবাহী পদার্থ ও অপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য লেখ।

বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য ও গুণাবলি লেখ।

ইলেকট্রিক কারেন্টকে কী প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?

“এক অ্যাম্পিয়ার বলতে কী বুঝায়?

ভোল্টেজের একক ও প্রতীক লেখ।

কারেন্ট ও ভোল্টেজের মধ্যে পার্থক্য লেখ।

রেজিস্ট্যান্স কত প্রকার ও কী কী?. 

এক ওহম বলতে কী বুঝায়?

রেজিস্ট্যান্স কাকে বলে?

ওহমের সূত্র হতে প্রমাণ কর যে, I= v/r

আদর্শ বৈদ্যুতিক সার্কিটের মূল উপাদান কী কী?,

সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কী?

সিরিজ সার্কিটের ব্যবহার উল্লেখ কর

iPbvg~jK cÖkœ-20

একটি বাড়িতে 100 ওয়াটের ১টি বাতি, 60 ওয়াটের 10টি ফ্যান, 1.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক হিটার দৈনিক 3 ঘণ্টা করে জ্বলে। প্রতি ইউনিটের মূল্য 4.25 টাকা হলে, এক মাসের বৈদ্যুতিক বিল নির্ণয় কর।

'একটি বাতির গায়ে 220V. 60W লেখা আছে।'- এ কথাটির অর্থ দ্বারাকী বুঝানো হয়েছে?

ইলেকট্রিক পাওয়ারের সাথে ভোল্টেজ, কারেন্ট ও রেজিস্ট্যান্সের সম্পর্কের সমীকরণ নির্ণয় কর।

ওহমের সূত্রটি বর্ণনা ও ব্যাখ্যা কর।

রেঞ্জসহ রেজিস্ট্যান্স কত প্রকার ও কী কী আলোচনা কর।

ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য লেখ|

‡gwiU Qvqv wkÿv

beg †kÖYx P’ovšÍ g‡Wj †U÷-2021

welq †KvW-6313

mgq:1:30                                                 welq :A‡Uv‡gwUf -1                                             c~Y©gvb:60

AwZ mswÿß-20

বিদ্যুৎ চালিত যানবাহন কোন্ শক্তিতে চলে?.

ব্যাটারি চার্জার কী?

ইএফআই কী?

টিডিসি এর পূর্ণ নাম কী?

স্ট্রোক বলতে কী বুঝায়?

ইঞ্জিনের ক্রিয়াচক্র কী?

চার ঘাত ইঞ্জিনের ক্র্যাংকশ্যাফট কত ডিগ্রি দূরত্ব অতিক্রম করে?

চার ঘাত ডিজেল ইঞ্জিন কোন গাড়িতে ব্যবহার করা হয়?

পেট্রোল ইঞ্জিনের দুইটি স্ট্রোকের নাম লেখ।

বিয়ারিং কত প্রকার ও কী কী? 

ইঞ্জিনের গতিশীল যন্ত্রাংশের নাম লেখ।

ইঞ্জিনের কয়েকটি স্থির যন্ত্রাংশের নাম লেখ।

গ্যাসকেট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

গ্যাসকেট কেন ব্যবহার করা হয়?

বোল্ট কাকে বলে?

বোল্ট কত প্রকার ও কী কী? 

কোন কোন ক্ষেত্রে নাট ব্যবহার হয়?

নাট কত প্রকার ও কী কী? 

লকিং ডিভাইস বলতে কী বুঝায়?ড্রিলিং বলতে কী বুঝ?

বেঞ্চ ড্রিলিং (Bench drilling) পদ্ধতি বলতে কী বুঝায়?

ড্রিলিং কত প্রকার ও কী কী?

mswÿß-20

অটোমোবাইল প্রযুক্তি বলতে কী বুঝায়?  অটোমোটিভ ট্রেডের শাখাসমূহের নাম লেখ। 

অটোমোটিভ ট্রেডের উদ্দেশ্য কী কী?

হ্যান্ড টুলস বলতে কী বুঝায়? 

কাটিং টুলস বলতে কী বুঝায়?

অ্যাক্সেল স্ট্যান্ডের কাজ কী?

অটোমোটিভ টেস্টিং ইনস্ট্রুমেন্ট বলতে কী বুঝায়?

হ্যাক সয়িংকালে পালনীয় ৪টি সতর্কতা লেখ। 

হ্যাক 'স' এর কী কী যত্ন নিতে হবে?..

হ্যাক 'স’ ব্লেড ভেঙে যাওয়ার কারণসমূহ কী কী?

ফাইল বলতে কী বুঝায়? 

একটি ফাইল কী কী অংশ নিয়ে গঠিত?


iPbvg~jK cÖkœ-20

অটোমোটিভ ট্রেডের উদ্দেশ্যসমূহ আলোচনা কর। 

একটি হ্যাক ‘স’ এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর।

ফাইল বলতে কী বুঝায়? ফাইলের বিভিন্ন প্রকার শ্রেণিবিভাগ বর্ণনা কর

নাট, বোল্ট ও স্টাডের মধ্যে চারটি পার্থক্য লেখ।

ইঞ্জিনের হেড গ্যাসকেট পরিবর্তন কৌশল উল্লেখ কর।

গাড়িতে ব্যাটারি সংযোগ প্রণালির বর্ণনা কর।

স্টোরেজ ব্যাটারির গঠনপ্রণালি সংক্ষেপে লেখ।

‡gwiU Qvqv wkÿv

beg †kÖYx P’ovšÍ g‡Wj †U÷-2021

welq †KvW-6813

      mgq:1:30                                                 welq :Kw¤úDUvi-1                                   c~Y©gvb:60

AwZ mswÿß-20

ওয়ার্কশিটে কী কী রকমের ডাটা এন্ট্রি করা হয়? 

ওয়ার্কশিটে ডাটা কপি বা মুভ কীভাবে করতে হয়?

কাট ও কপির মধ্যে পার্থক্য কী?

সেল ইনসার্ট কীভাবে করতে হয়?

একটি সেলের গ্রন্থ ও উচ্চতা পরিবর্তন করার ধাপগুলো লেখ।

ওয়ার্কশিটে কলাম ইনসার্ট করার নিয়ম লেখ।

ফাইল সেভ করা বলতে কী বুঝায়? 

সেভ অ্যাজ করা বলতে কী বুঝায়?

কপি করা বলতে কী বুঝায়?

পেস্ট করা বলতে কী বুঝায়?

সেলের নামকরণ কেন করতে হয়?

স্প্রেডশীট কী

সেল কী?

Office বাটন কী?

স্ট্যাটাস বার কাকে বলে?

স্প্রেডশিট কী?

মাইক্রোসফট এক্সেলে কলাম এবং রো সংখ্যা কত?

অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কী?

ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম কত প্রকার ও কী কী?

অপারেটিং সিস্টেম কী?

উইন্ডোজ কী?

mswÿß-20

মাসের নাম দিয়ে Data Fill করার পদ্ধতি কী?

একাধিক ফিল্ডে Data Fill করার পদ্ধতি কী?

ওয়ার্কশিট সেভ করার উপায় কী? ওয়ার্কশিট রিট্রিভ করার উপায় কী?

হোম রিবনের কমান্ড গ্রুপগুলো কী কী? 

ফন্ট কমান্ডগ্রুপের কমান্ডগুলো কী কী?

অ্যালাইনমেন্ট কমান্ডগ্রুপের কমান্ডগুলো কী কী?

Ribon ট্যাব সমূহ কী কী?

স্কুলবারসমূহ কী কী?

স্প্রেডশিট ও ওয়ার্কশিটের পার্থক্যগুলো কী কী?

ওয়ার্কশিট ও ওয়ার্কবুক কাকে বলে?

সেল অ্যাড্রেস কী?

অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কী? 

iPbvg~jK cÖkœ-20

ওয়াকশিটে ডাটা এন্ট্রি করার পদ্ধতি লেখ।

ফরম্যাটিং টুলবারের টুলগুলোর কাজ বর্ণনা কর

স্প্রেডশিট প্রোগ্রামের প্রয়োগক্ষেত্রগুলো বর্ণনা কর।

অপারেটিং সিস্টেমের কার্যাবলি বর্ণনা কর।

বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম বর্ণনা কর

কম্পিউটার হার্ডওয়্যারসমূহের বর্ণনা দাও।..

‡gwiU Qvqv wkÿv

beg †kÖYx P’ovšÍ g‡Wj †U÷-2021

welq †KvW-6213

mgq:1:30                                                welq :B‡jKUªwb• -1                                              c~Y©gvb:60

AwZ mswÿß-20

ভাইস দ্বারা কী করা হয়?

সাইড কাটিং প্লায়ার্সের কাজ কী?

হ্যাকস-এর কাজ কী?

সোল্ডারিং আয়রনের কাজ কী?

সোল্ডারিং সাকার কী কাজ করে?

চুম্বক কী?

চুম্বকের কয়টি পোল থাকে ও কী কী?

চুম্বকের আকর্ষণী ধর্ম কী?

চুম্বকের আকর্ষণ শক্তি কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? 

স্থায়ী চুম্বক কীভাবে তৈরি করা যায়?

ইউ জে টি-এর প্রতীক আঁক।

ফটোডায়োডের প্রতীক আঁক।

SCR-এর সিম্বল অঙ্কন কর।

PNP ট্রানজিস্টরের প্রতীক আঁক।

একটি লাইট ইমিটিং ডায়োড অংকন কর।

চারটি পরিবাহী পদার্থের নাম লিখ।

স্পিকারের কাজ কী?

স্পিকার কত প্রকার ও কী কী?

মাইক্রোফোন কী?

ইলেকট্রোম্যাগনেট কী

mswÿß-20

মাইক্রোফোন এর কাজ কী?

মাইক্রোফোনের ব্যবহার উল্লেখ কর।

চুম্বককে দিক নির্ণয়ের কাজে কেন ব্যবহার করা হয়? 

চুম্বকের ধর্ম কী?

রেজিস্টরের শ্রেণিবিভাগ দেখাও।

রেজিস্টরের কাজ ও ব্যবহার লেখ। 

ক্যাপাসিটর ও ক্যাপাসিট্যান্স কী? 

ক্যাপাসিটরের একক কী?

SPST সুইচ বলতে কী বুঝ?

SPDT সুইচ বলতে কী বুঝ?

iPbvg~jK cÖkœ-20


ইলেকট্রোম্যাগনেট কী? এটি কী কাজে ব্যবহার হয়?

বিভিন্ন প্রকার ইলেকট্রনিক কম্পোনেন্ট-এর নাম ও প্রতীক উল্লেখ কর।

পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থের প্রয়োজনীয়তা বর্ণনা কর।

পরিবাহী পদার্থের গুণাবলি লেখ। অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য লেখ।..

চিত্রসহ একটি স্পিকারের কার্যপ্রণালি বর্ণনা কর।

ইলেকট্রোম্যাগনেট কী? এটি কী কাজে ব্যবহার হয়?

পারমানেন্ট চুম্বক তৈরির পদ্ধতি বর্ণনা কর।














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন