বরাবর,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
যশোর সদর, যশোর।
বিষয়: বেতনের আংশিক টাকা ফেরত পাইবার জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোছাঃ শামছুন নাহার, শর্শুনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর সদর, যশোর এর সহকারী শিক্ষিকা। আমার বিগত নভেম্বর ২০২১ ইং এর বেতনের ১৬২৫/= টাকা ইএফটি তে কম আসে। আমার সর্বোমোট বেতন ২৫৬৪০/= টাকা, কিন্তু উক্ত মাসে আমার বেতন আসে ২৪০১৫/= টাকা।
অতএব, জনাবের নিকট আমার একান্ত আবেদন, আমাকে উক্ত আংশিক (১৬২৫/=) টাকা প্রাপ্তির জন্য আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক
মোছাঃ শামছুন নাহার,
শর্শুনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়,
যশোর সদর, যশোর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন