তমসুক
.......................................................... বিএসএস/এমবিএসএস লিঃ
আমি নি¤œ স্বাক্ষরকারী .................................................., পিতা/স্বামীঃ ..............................................., পেশাঃ ..............................., গ্রামঃ ............................., উপজেলাঃ যশোর সদর, জেলাঃ যশোর, ............................................................বিএসএস/এমবিএসএস লিঃ এর সদস্য/সদস্যা, যা একটি নিবন্ধিত সমিতি এবং নিবন্ধন নং-..................., তারিখঃ.......................... এবং যশোর সদর ইউবিবিসিএলিঃ এর সদস্যভূক্ত। আমি এই বিএসএস/এমবিএসএস’র .................................. দলভূক্ত সদস্য।
আমি ............................. আয়বর্ধক কার্যক্রমের জন্য সমবায় অধ্যাদেশ, বিধি ও উপ-আইন এবং আরএলপি-সোনালী ব্যাংকের ঋণ স্কিমের ব্যাংকিং পরিকল্পনা অনুসারে উপরে বর্ণিত সমিতি হতে (কথায়) ......................................................................................) ঋণ গ্রহণ করেছি।
আমি আরো অঙ্গিকার করছি যে, ঋণ গ্রহণের তারিখ হতে এই ঋণের উপর বাৎসরিক ........................... টাকা হার সুদে সুদসমেত নি¤œবর্ণিত কিস্তি অনুসারে কিংবা সমবায় অধ্যাদেশ, উক্ত সমিতির উপ-আইন এবং আরএলপি-সোনালী ব্যাংকের ঋণ স্কিম অনুসারে যখনই আমাকে পরিশোধ করতে বলা হবে তখনই উক্ত ঋণ পরিশোধ করতে বাধ্য থাকবো।
কর্জের বিবরণঃ
কর্জ বিতরণের তারিখ কর্জের সময় কিস্তির ধরণ কিস্তির পরিমান
১ ২ ৩ ৪
যদি উক্ত ঋণের কোন কিস্তি ঠিক সময় পরিশোধ করতে ব্যর্থ হই তাহলে ঋণের সমস্ত টাকা সুদসমেত চাহিবা মাত্র পরিশোধ করতে বাধ্য থাকবো। আমি আরো স্বীকার করছি যে, সুদসমেত বকেয়া ঋণ আদায়ের নিমিত্তে সমিতি আমার জমাকৃত শেয়ার সঞ্চয় ঋণ আদায় খাতে সমন্বয় করার ক্ষমতা রাখে। যদি কোন সদস্যের ঋণ খেলাপী হয় তবে গ্রুপ ফান্ড দ্বারা উক্ত ঋণ সমন্বয় করার জন্য আমি সম্মত আছি।
আমি আরো প্রতিজ্ঞা করছি যে, অদ্য হতে এক সপ্তাহের মধ্যে গ্রহীত ঋণের টাকা ঋণ আবেদনে উল্লেখিত আয়বর্ধক কর্মকান্ডের ব্যবহার করবো, যদি উক্ত সময়ের মধ্যে বর্ণিত উদ্দেশ্যে ব্যবহার করতে ব্যর্থ হই তবে আমি সুদসমেত সমুদয় অর্থ পরিশোধ করতে এবং সমবায় অধ্যাদেশ, বিধি ও আইন এবং ব্যাংকিং পরিকল্পনা অনুসারে সমিতির কার্যকারি পরিষদ যে দন্ড নির্ধারণের ব্যবস্থা করে তাহাও বহন করতে বাধ্য থাকবো।
উপরোক্ত শর্তে সমস্ত টাকা বুঝে নিয়ে স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে এই তমসুকে স্বাক্ষর করলাম।
তারিখঃ.................................. ঋণ গ্রহীতার স্বাক্ষর
স্বাক্ষর/বৃদ্ধাঙ্গুলের ছাপ
আমরা সমবেত এবং পৃথক পৃথকভাবে এবং বিনা ওজর আপত্তিতে উপরোক্ত ঋণের টাকা সুদসমেত পরিশোধ এবং ঐ টাকা যে উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয় তার জন্য জামিন থাকলাম।
১।
স্বাক্ষরঃ
নাম ঃ................................................................
স্বামী/পিতার নাম ঃ.................................................
তারিখঃ........................ ২।
স্বাক্ষর:
নাম ঃ.....................................................................
স্বামী/পিতার নাম ঃ......................................................
তারিখঃ..........................
এই টাকা ঋণ গ্রহীতাদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এই দলিলাদি আমাদের সম্মূখে স্বাক্ষরদাতা কর্তৃক স্বাক্ষর করা হয়েছে।
১।
স্বাক্ষর ঃ
নাম ঃ................................................................
স্বামী/পিতার নাম ঃ.................................................
তারিখঃ.......................
(সমিতির পক্ষে) ২।
স্বাক্ষর ঃ
নাম ঃ......................................................................
স্বামী/পিতার নাম ঃ.......................................................
তারিখঃ.........................
(ইউবিসিসিএ’র পক্ষে)
লেখক (ফিল্ড অফিসার) এর স্বাক্ষর তারিখঃ...................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন