মোঃ ইদ্রীস আলী
প্রোঃ মোঃ ইদ্রীস আলী
সাং- ঘূনী, ডাক-ঘূনী
কোতয়ালী, সদর, যশোর।
বরাবর,
বিভাগীয় বন কর্মকর্তা
সামাজিক বন বিভাগ, যশোর।
বিষয়ঃ অকৃতকার্য পে-অর্ডার ফেরত পাইবার জন্য আবেদন।
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ ইদ্রীস আলী আপনার দপ্তরের একজন নিয়মিত ঠিকাদার। দরপত্র বিজ্ঞপ্তি নং-১২ অব ২০২১-২২ তাং ০২/০১/২০২২ উক্ত টেন্ডারের অকৃতকার্য পে-অর্ডার গুলো ফেরত পাইবার জন্য আবেদন করতেছি (যশোর,সদর)।
অতএব, জনাবের নিকট আবেদন এই যে, উক্ত টেন্ডারের অকৃতকার্য পে-অর্ডার গুলো ফেরত পেতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক
ঠিকাদার মোঃ ইদ্রীস আলী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন